টুইটার বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা নেই
টুইটার, স্কাইপ ও ইমো বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, টুইটার বন্ধের বিষয়টি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ভালো বলতে পারবে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা ছিলো না।
তিনি আরো বলেন, আমরা ফেসবুক, ভাইবার, হোয়াটস অ্যাপ, বন্ধ করার নির্দেশনা দিয়েছিলাম। আপনারা জানেন গত ১০ ডিসেম্বর ফেসবুক খুলে দেয়া হয়েছে।
গত ১৮ নভেম্বর বাংলাদেশে ফেসবুক, ভাইবার, হোয়াটস অ্যাপ, ফেসবুক মেসেঞ্জার বন্ধ করার নির্দেশনা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এসএ/একে/আরআইপি