ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

তথ্য কোষ গ্লোবাল বাংলা টাইমসের যাত্রা শুরু

প্রকাশিত: ০৭:৩৬ এএম, ১২ ডিসেম্বর ২০১৫

বাঙালির  সাংস্কৃতিক, রাজনৈতিক, নৃতাত্ত্বিক, ভূখণ্ডের পরিচয়, দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডের তথ্য নিয়ে যাত্রা শুরু করেছে  তথ্য কোষ ‘গ্লোবাল বাংলা টাইমস’ (globalbanglatimes.com)।

এটি একটি অনলাইন তথ্য কোষ। এ তথ্য কোষে রয়েছে বাঙলা ইতিহাসের বিভিন্ন শ্রেণি পেশার মহানায়ক, নায়ক ও খলনায়কদের জীবনী। এতে ইতিহাসের পাতায় বিভিন্ন ক্ষেত্রে আটশ’ ব্যক্তির জীবনী রয়েছে।  দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে জাতীয় জীবনে ঘটে যাওয়া অতীত ও বর্তমানের ঘটনার সংক্ষিপ্ত করে বিবরণও আছে। দীর্ঘ দু’বছরের চেষ্টার পর এ অনলাইন তথ্যকোষটি আলোর মুখ দেখতে যাচ্ছে।

global

অনলাইন এ তথ্য কোষের প্রতিষ্ঠাতা সম্পাদক হাবিবুর রহমান জানান, সারা বিশ্বে ছয়শ’ ভাষা আছে। যার মধ্যে ৩০ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলেন। বাংলা ভাষাভাষী মানুষের কৃষ্টি কালচার জানানোই আমার প্রাথমিক উদ্দেশ্য।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অগ্রযাত্রায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ‘গ্লোবাল বাংলা টাইমস’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই তথ্য কোষটির কর্ণধার হাবিবুর রহমান।

এসএম/জেডএইচ/এমএস