ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

শুক্রবার শুরু হচ্ছে সায়েন্স ফিকশন ফেস্টিভ্যাল

প্রকাশিত: ০৪:০৬ পিএম, ১০ ডিসেম্বর ২০১৫

শিশুদের বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে এবং প্রতিভার বিকাশ ঘটাতে সপ্তাহব্যাপী সায়েন্স ফিকশন ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে। রাজধানীতে শাহবাগস্থ গণগ্রন্থাগার (পাবলিক লাইব্রেরি) প্রাঙ্গনে শুক্রবার শুরু হচ্ছে এ ফেস্টিভ্যাল। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত । মিস্টার নুডলস’ এর পৃষ্ঠপোষকতায়  সপ্তাহব্যাপী এ আয়োজন করছে বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটি।

শুক্রবার সকাল ১১টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। এছাড়া গণগ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক আশীষ কুমার সরকার, অধ্যাপক মোহিত কামাল, সায়েন্স ফিকশন লেখক দীপু মাহমুদ, আহসান হাবীব, মোশতাক আহমেদ, আসিফ মেহদীসহ অনেক জনপ্রিয় সায়েন্স ফিকশন লেখক এসময় উপস্থিত থাকবেন বলে জানা গেছে।  

‘এসো এসো, সায়েন্স ফিকশন ফেস্টিভ্যাল ২০১৫ তে এসো; হারিয়ে যাও কল্পবিজ্ঞানের রোবট এলিয়েনের অজানা জগতে’- স্লোগান নিয়ে অনুষ্ঠেয় ফেস্টিভ্যালে থাকবে রোবট ‘রিবো’র প্রদর্শণী, বই মেলা, এলিয়েন উৎসবসহ আরো নানা আয়োজন।

এসএ/এএইচ/আরআইপি