ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

বিনামূল্যে ইন্টারনেট

প্রকাশিত: ০৩:০৭ পিএম, ১৩ নভেম্বর ২০১৪

এবার আর পকেটের টাকা খরচ নয়, ইন্টারনেট ব্যবহার করুন ফ্রিতে। মাইক্রোসফটের উদ্যোগে গ্রামঞ্চলে পৌঁছে যাবে ইন্টারনেট। কিন্তু কীভাবে?

ভারতের মাইক্রোসফ্ট প্রধান ভাস্কর প্রামাণিক জানিয়েছেন, `হোয়াইট স্পেস` অর্থাৎ দুই টেলিভিশনের মধ্যে অব্যবহৃত বর্ণালীচ্ছটার মাধ্যমে ওয়ারলেস ব্রডব্যান্ড ব্যবহার করা হবে। ওয়াইট স্পেস ডিভাইস মাধ্যমে দুর্গম জায়গায় যেখানে নেটওয়ার্ক থাকে না, সেই সব জায়গায় ইন্টারনেট ব্যবহার করা যাবে। ওয়াইফাই এর মতো ১০০ মিটার জায়গায় বিস্তৃত থাকবে না। ২০০ থেকে ৩০০ মেগাহার্জ বর্ণালীচ্ছটায় প্রায় ১০ কিমি পর্যন্ত অঞ্চলে ইন্টারনেট ব্যবহার করতে পারবো আমরা। এই মুহূর্তে দূরদর্শনে এইরকম প্রযুক্তি ব্যবহার করা হয়।

বিশেষজ্ঞরা মনে করছেন, মাইক্রোসফটের এই সিদ্ধান্ত সঠিক সময়ে নিতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে ঘোষণা করেছেন, ১.২ বিলিয়ন ডলার খরচ করে ইন্টারনেট পৌঁছে দেবেন ২ লক্ষ ৫০ হাজার গ্রামে। কিছুদিন আগে ফেসবুক কর্তা জুকারবার্গ ভারতে এসে ইন্টারনেট বিস্তারে সহযোগিতা করার কথা বলেছেন। সব নিয়ে ভারতে ইন্টারনেট বিপ্লব ঘটতে চলেছে বলাবাহুল্য।

এখন ইন্টারনেট ব্যবহারে পৃথিবীতে ভারতের স্থান তৃতীয়। যদিও এই পরিসংখ্যানের সবটাই সুখকর নয়। কারণ আমাদের দেশে জনসংখ্যা অনুযায়ী মাত্র ১৯ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে। তেমনি সুইডেন ইন্টারনেট ব্যবহারে ৪৪ তম স্থান হলেও ৯৪ শতাংশ মানুষের যোগাযোগ মাধ্যম কিন্তু ইন্টারনেট।