ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

হেডফোন দীর্ঘদিন ভালো রাখার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ২৮ জুন ২০২১

হেডফোন এখন ছোটো বড় সবার কাছে পরিচিত একটি নাম। প্রত্যেকের কাছে হেডফোন খুবই প্রয়োজনীয় বস্তু। এটি ফোনে কিংবা কম্পিউটার-ল্যাপটপে লাগিয়ে গান শোনা, কথা বলা প্রভৃতি কাজে ব্যবহার করা হয়। অনেকে এটিকে ভালোভাবে ব্যবহার করতে না পারায় খুব অল্প সময়ের মধ্যেই নষ্ট করে ফেলেন।

এবার জেনে নিন হেডফোন ভালো রাখার পদ্ধতি।

jagonews24

ফোন বা আইপ্যাডের সঙ্গে শক্ত করে হেডফোন জড়াবেন না। এতে হেডফোনের তার কেটে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ফলে খুব সাবধানে গুছিয়ে রাখতে হবে হেডফোন।

jagonews24

ফোনের জ্যাকে ঢোকানো অবস্থায় কখনওই প্যাক করা উচিত নয় হেডফোন। এতে ছিঁড়ে যেতে পারে হেডফোনের তার বা জ্যাকের সংযোগস্থল।

jagonews24

যদি অনেক দিন হেডফোন অব্যবহৃত অবস্থায় থাকে এবং সেই হেডফোন যদি ব্যাটারি চালিত হয়, তা হলে অবশ্যই ব্যাটারি খুলে রাখুন।

jagonews24

অফিস বা বাড়িতেও হেডফোন রাখার জন্য স্ট্যান্ড ব্যবহার করুন।

ট্রাভেলের সময় অবশ্যই একটি খাপে ভরে রাখুন হেডফোন।

এমএমএফ/এএসএম

আরও পড়ুন