ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

এবার ওলো ফোর জি নেটওয়ার্কের আওতায় সিলেট

প্রকাশিত: ০৩:৪১ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৫

দ্রুতগতির ইন্টারনেট সেবার আওতায় যশোর ও গোপালগঞ্জের পর এবার সিলেট জেলায় ফোর জি নেটওয়ার্কের বিস্তার করতে যাচ্ছে ওলো অয়্যারলেস নেটওয়ার্ক।

সিলেটে নেটওয়ার্ক চালুর শুরুতেই ওলো দিচ্ছে দেশের সবচেয়ে শক্তিশালী এলটিই সিগন্যালের প্রতিশ্রুতি। ট্রু ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে থাকছে সবচেয়ে নির্ভরযোগ্য সিগন্যাল।

প্রথমদিকে সিলেটে একটি বিটিএস দিয়ে যাত্রা শুরু করলেও পরবর্তী একমাসের মধ্যে আরও দুই বিটিএস যোগ হবে কাভারেজ এরিয়ায়। প্রথম পর্যায়ে সিলেট শহরের সবগুলো গুরুত্বপূর্ণ এলাকার লোকজন এই নেটওয়ার্ক সেবা উপভোগ করতে পারবেন। তবে শুধু শহরাঞ্চলেই নয়, ওলো তার সর্বাধুনিক ফোর জি ইন্টারনেট সেবা গ্রাম-গঞ্জের যেখানে সত্যিকারের ব্রডব্যান্ড সেবা অপ্রতুল- সেসব স্থানেও পৌঁছে দিতে বদ্ধপরিকর।

প্রসঙ্গত, সিলেটে ওলোর শুভযাত্রা উপলক্ষে গত বুধবার আয়োজন করা হয় আকর্ষণীয় এক অনুষ্ঠানের। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শীর্ষ ব্যবস্থাপনা কর্মকর্তা নিয়াজ ইসলাম (হেড অফ কমার্শিয়াল) চিফ টেকনিকাল আফিসার মিজানুর রহমানসহ সিলেট শহরের গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা। (বিজ্ঞপ্তি)।

এসকেডি/আরআইপি