ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

ফেসবুক খুলে দিন, না হয় একটা চাকরি দিন

প্রকাশিত: ০৩:১২ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৫

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক খুলে দেওয়ার দাবিতে রাজধানীর শাহবাগে মানববন্ধন করেছেন ই-কমার্স ব্যবসায়ীরা।

শনিবার বিকেলে বাংলাদেশ ফেডারেশেন অব ই-কমার্স  ইনডাস্ট্রির (বিএফইআই) ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। অর্ধ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অংশ নেন। এসময় তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন  রেডিও স্বদেশ.নেট ও স্বদেশ নিউজ২৪.কমসহ নানা শ্রেণির গণমাধ্যমকর্মী।

`ভিপিএন নিপাত যাক, ফেসবুক মুক্তি পাক` দাবি নিয়ে শাহবাগে জড়ো হন এই ব্যবসায়ীরা। তাদের ব্যানারে লেখা ছিল, `ডিজিটাল বাংলাদেশ এবং সম্ভাবনাময় ই-কমার্সের স্বার্থে ফেসবুক খুলে দেওয়া হোক।

ই-কমার্স ব্যবসায়ীদের বাঁচাতে ফেসবুক খুলে দেওয়া হোক, রুটি রুজি খাই যা ফেসবুকের মাধ্যমে পাই তা; ফেসবুক খুলে দিন না হয় একটা চাকরি দিন।`

মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীরা বলেন, ফেসবুক বন্ধ থাকায় তাদের অনলাইন ব্যবসা বন্ধ হয়ে গেছে। এরই মধ্যে তাদের কয়েক লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে।

নিরাপত্তার কারণ দেখিয়ে গত ১৮ নভেম্বর দুপুরে বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয় ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ও অ্যাপ্লিকেশনগুলো (অ্যাপস)।

এমএএস/আরআইপি