ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

সরকারি ডিসকাশন ফোরাম ফর ইলেকট্রনিক আইডেন্টিটি শুরু

প্রকাশিত: ০৯:৫২ এএম, ০১ ডিসেম্বর ২০১৫

শুরু হলো ১১তম সরকারি ডিসকাশন ফোরাম ফর ইলেকট্রনিক আইডেন্টিটি ২০১৫। মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসেফিক হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শ্যামসুন্দর শিকদার, এশিয়া প্যাসিফিক স্মার্ট কার্ড অ্যাশোসিয়েশনের চেয়ারম্যান গ্রেজ পটসহ দেশি বিদেশি ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন,‘ডিজিটাল খাতে দেশের উন্নতি প্রশংসনীয়। স্মার্ট আইডেন্টি কার্ড এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের মন্ত্রিসভার সবচেয়ে তরুণ প্রতিমন্ত্রী পলক এক্ষেত্রে প্রশংসার দাবিদার।’
 
সম্মেলনের আয়োজকরা জানান, সারাবিশ্বের ২৬টিরও অধিক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোম্পানির শতাধিক তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়ে সাম্প্রতিককালে অনুষ্ঠিত সম্মেলনগুলোর মধ্যে এটি অন্যতম একটি বৃহৎ আয়োজন। এবারের ফোরামের থিম হলো, ‘হাও ন্যাশনাল ই-আইডি ক্যান সাপোর্ট ডেলিভারি অফ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর সার্ভিসেস।’ এই ফোরামে মোট ৮টি সেমিনার অনুষ্ঠিত হবে। বিশ্ব বিখ্যাত স্মার্ট আইডি কার্ড বিশেষজ্ঞগণের অংশগ্রহণে বাংলাদেশের জন্য দুইটি সার্ভিস সেশনসহ মোট ২৭টি ট্যাকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হবে।

পৃথিবীর অন্যান্য দেশগুলোতে স্মার্ট কার্ডের মাধ্যমে সকল সরকারি ও বেসরকারি নাগরিক সেবা নিশ্চিত করছে এবং বাংলাদেশ কিভাবে এই সেবাগুলো নিশ্চিত করতে পারে, সেই বিষয়ে বিশদ আলোচনা, উপদেশ এবং সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য উক্ত ফোরামের আয়োজন করা হয়েছে। দুই দিনব্যাপি এই ফোরাম শেষ হবে ২ ডিসেম্বর।

আরএম/এসকেডি/আরআইপি