ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

এক চাকার মোটরসাইকেল নিয়ে এসেছে আলিবাবা গ্রুপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০২:৩৬ পিএম, ২৮ মার্চ ২০২১

সার্কাসে দেখা যায় এক চাকার সাইকেল বা মোটরসাইকেল। কিন্তু এবার এক চাকার মোটরসাইকেল রাস্তায় স্বাভাবিকভাবেই ব্যবহার করা যাবে।

এমনই এক চাকার মোটরসাইকেল বাজারে এসেছে। কেউ কেউ ভাবছেন দুই চাকা না থাকলে ব্যালান্স হবে কী করে। এই মোটরসাইকেল চলবে এক চাকার ওপর ভর করেই।

এই বাইকে পিলিয়ন বা পেছনে একজন বসার সিটও রয়েছে। সেটি কতটা কার্যকর তা সময়ই বলবে। এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ডুকাটি মনস্টারের অনুকরণে তৈরি করা হয়ছে।

এই বাইক সিঙ্গেল চার্জে ১০০ কি.মি. পর্যন্ত চলবে বলে দাবি সংস্থার। ফুল চার্জ হতে সময় নেবে ৩ থেকে ১২ ঘণ্টা। টপ স্পিড ৪৮ কিমি প্রতি ঘণ্টায়। বাইকের ওজন মাত্র ৪০ কেজি। এক চাকার এই বাইক বাজারে এনেছে আলিবাবা গ্রুপ।

বাজারে এখন ইলেকট্রিক বাইকের চাহিদা বাড়ছে। এই এক চাকার ই-মোটরসাইকেল এরই মধ্যে সবার নজর কেড়েছে। চালক সামনে ঝুঁকলে গতি বাড়বে এই বাইকের। পিছনে সরলে গতি কমবে।

এমএমএফ/এমকেএইচ

আরও পড়ুন