ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

সাইবার সিকিউরিটি অ্যাক্ট প্রণীত হচ্ছে : পলক

প্রকাশিত: ০৮:১৩ পিএম, ১৯ নভেম্বর ২০১৫

তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, সাইবার অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার লক্ষ্যে ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে সাইবার সিকিউরিটি অ্যাক্ট প্রণয়ন করা হচ্ছে। তিনি বলেন, খসড়া প্রণয়নের পর তা মন্ত্রিপরিষদ সভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিপরিষদের অনুমোদন পেলে এই আইনটি পাসের জন্য সংসদে উত্থাপন করা হবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে আওয়ামী লীগের বেগম ফজিলাতুন নেসা বাপ্পির কার্যপ্রণালী বিধির ১৩৭ বিধি অনুযায়ী আনীত ‘ইন্টারনেট অপরাধী শনাক্তকরণে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক’ শীর্ষক সিদ্ধান্ত প্রস্তাবের জবাবে এ তথ্য জানান।

জুনাইদ আহমেদ পলক বলেন, ইন্টারনেটের মাধ্যমে মানুষ তথ্যপ্রযুক্তির বিভিন্ন সেবা পেয়ে থাকে। আবার এই প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে ইন্টারনেট অপরাধীরা বিভিন্ন ধরনের অপকর্ম ও হয়রানিমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এ ব্যাপারে জনসচেতনতা প্রয়োজন। এছাড়া অপরাধীদের অপরাধ শনাক্ত করতে সাইবার ল্যাব প্রতিষ্ঠারও উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, সাইবার অপরাধীদের বিষয়ে অভিযোগ গ্রহণের জন্য হেল্প লাইন খোলা হয়েছে। হেল্প লাইনের নম্বর হচ্ছে ১৭৬৬৭৮৮৮৮ এবং ১০৯২১। এ দু’টি নম্বরের মাধ্যমে সংক্ষুব্ধরা তাদের অভিযোগ জানাতে পারবেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার ইন্টারনেট অপরাধীদের শনাক্ত করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। সাইবার সিকিউরিটি অ্যাক্ট প্রণয়ন হলে অপরাধীদের শনাক্ত করতে আরো বেশি সহায়ক হবে এবং সাইবার অপরাধীদের সংখ্যা কমে আসবে।

প্রতিমন্ত্রীর আশ্বাসের প্রেক্ষিতে প্রস্তাব উত্থাপনকারী সংসদ সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পি তার সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহার করে নেন। এই সিদ্ধান্ত প্রস্তাবের ওপর ১০ জন সংসদ সদস্য আলোচনায় অংশ নেন।

এইচএস/বিএ