ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

দেশজুড়ে ইন্টারনেট সেবা ব্যাহত

প্রকাশিত: ০৮:০৯ এএম, ১৮ নভেম্বর ২০১৫

বুধবার দুপুর ১টা ৩০মিনিটের পর থেকে দেশজুড়ে ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। ফলে কার্যত অচল হয়ে পড়েছে ইন্টারভিত্তিক বিভিন্ন সেবা ও অনলাইন সংবাদমাধ্যমগুলো।

যদিও বাংলাদেশ টেলিকমিউকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ জাগো নিউজকে বলেন, ইন্টারনেট বিছিন্ন করার কোন নির্দেশ দেয়া হয়নি। আমরা শুধু সামাজিক যোগাযোগের ৪টি অ্যাপস বন্ধ রাখার নির্দেশ দিয়েছি।

তিনি আরও বলেন, কারিগরি ক্রটির কারণে বা ভুল বোঝাবুঝি থেকে এটি হতে পারে। আমরা কথা বলে ঠিক করে দিচ্ছি।

এদিকে বিটিআরসি`র সচিব মো. সারওয়ার আলম জাগো নিউজকে বলেন, ইন্টারনেট বন্ধ রাখার কোন নির্দেশনা দেওয়া হয়নি।

এসএ/এএ