ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

স্মার্টফোন আনছে গুগল

প্রকাশিত: ০৩:১৬ এএম, ১৬ নভেম্বর ২০১৫

শেষ পযর্ন্ত  নিজেরাই স্মার্টফোন বাণিজ্যে নামতে যাচ্ছে বিশ্বের বৃহ্ত্তম সার্চ ইঞ্জিন গুগল।স্টিভ জবসের অ্যাপল স্মার্টফোনকে টেক্কা দিতেই এমন উদ্যোগ দিয়েছে গুগল। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যুক্ত স্মার্টফোন তৈরি করবে প্রতিষ্ঠানটি।

মোবাইল ব্যবসায় গুগল যে নতুন তা নয়। বর্তমানে তারা `নেক্সাস` নামে এক ধরনের ফোনের ডিজাইন থেকে শুরু করে মার্কেটিং ও সরাসরি সেল করে। বিশ্বব্যাপী স্মার্টফোনের বড় বাজার তৈরি হওয়ার প্রেক্ষাপটে তাই তারা এখন স্মার্টফোনের দিকেই বেশি মনোযোগী হতে চায়।

ফোনটি তৈরিতে গুগলকে সহায়তা করছিল মটোরোলা। আর এ জন্য ২০১২ সালের শেষ দিকে মোটোরোলার এই স্মার্টফোন প্রকল্পটিকে কিনে নেয় গুগল।  পরে ২০১৪ সালে লেনোভোর কাছে মটোরোলাকে বিক্রি করে দেওয়ার সময় মটোরোলার স্মার্টফোন সংক্রান্ত পেটেন্ট হাতে রেখেছে গুগল।

জেডএইচ/এমএস