ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

ইউকে-বাংলাদেশ ই-কমার্স মেলা শুরু আজ

প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ১২ নভেম্বর ২০১৫

লন্ডনে দ্বিতীয় ইউকে-বাংলাদেশ ই-কমার্স ফেয়ার ২০১৫ শুরু হচ্ছে আজ (শুক্রবার) থেকে। পূর্ব লন্ডনের ওয়াটারলিলি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই মেলা। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আইসিটি ডিভিশন, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি ও কমপিউটার জগৎ যৌথভাবে এই মেলার আয়োজন করেছে। এবারের মেলার স্লোগান হচ্ছে ‘ডিজিটাল বাংলাদেশ : এ ল্যান্ড অব অপারচুনিটিজ।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলাতে ৫০টির বেশি প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। আয়োজকদের আশা এবারের মেলাতে ৫০ হাজারের মতো দর্শণার্থীর আগমন ঘটবে। এছাড়াও পাঁচ হাজার প্রফেশনাল তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন।

মেলাতে ই-কমার্স ওয়েবসাইট, ই-গভ. সার্ভিস, ক্রেডিট কার্ড অ্যান্ড পেমেন্ট সার্ভিস, ব্যাংকিং সার্ভিস, ই-এডুকেশন, সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার, রিয়েল এস্টেট, টেলিকম, কুরিয়ার/ডেলিভারি সার্ভিস, এয়ারলাইন্স, ট্যুরিজম-ট্রাভেল অ্যান্ড হোটেল, ফ্যাশন হাউসসহ অন্যান্য ই-সেবাবিষয়ক প্রতিষ্ঠান অংশ নেবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাউস অব লর্ডস ব্যারনেস পওলা। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আরএম/বিএ

আরও পড়ুন