ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

সরকারের অনুরোধে সাড়া দেয়নি ফেসবুক

প্রকাশিত: ১২:০৪ পিএম, ১২ নভেম্বর ২০১৫

বাংলাদেশ সরকারের করা অনুরোধে সাড়া দেয়নি ফেসবুক কর্তৃপক্ষ। চলতি বছরের প্রথম ছয় মাসে ফেসবুক ব্যবহারকারীদের সম্পর্কে কর্তৃপক্ষের কাছে তথ্য চেয়েছিল সরকার। কিন্তু সে অনুরোধ প্রত্যাখান করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। ১১ নভেম্বর প্রকাশিত ফেসবুকের গ্লোবাল গভর্নমেন্ট রিকোয়েস্টস রিপোর্টে এ কথা বলা হয়েছে।

রিপোর্টে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে কতগুলো মানুষ ফেসবুক ব্যবহার করেছে সে সম্পর্কে জানতে চেয়ে তিনটি অনুরোধ পাঠায় বাংলাদেশ সরকার। কিন্তু তার কোনোটিতে সাড়া দেয়নি ফেসবুক।

যুক্তরাষ্ট্রের ফরেন ইন্টেলিজেন্স সার্ভিলেন্স অ্যাক্ট ও ন্যাশনাল সিকিউরিটি লেটারস থেকেও নিরাপত্তাসংক্রান্ত তথ্য চেয়ে অনুরোধ করা হয়েছিল ফেসবুককে। এসব বিষয়ে ওই রিপোর্টে আপডেট দেওয়া হয়েছে। বলা হয়েছে, স্থানীয় আইন লঙ্ঘন করে এমন কনটেন্ট ফেসবুকে ২০১৪ সালের প্রথম ছয় মাসে বেড়েছিল শতকরা ১১২ ভাগ। একই সময়ে সরকারের তথ্য চেয়ে অনুরোধ বেড়েছিল শতকরা ১৮ ভাগ।

এএইচ/পিআর