ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

ডিজিটাল ইন্ডিয়া বাস্তবায়নে ওয়াইফাই সুবিধা দেবে ফেসবুক

প্রকাশিত: ০৬:২৫ এএম, ০৪ নভেম্বর ২০১৫

ভারতের ‘ডিজিটাল ইন্ডিয়া’ বাস্তবায়নে প্রত্যন্ত অঞ্চলে ১০০টি স্থানে ওয়াইফাই সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুক। আর এর জন্য ফেসবুক খরচ করবে ৫ কোটি রুপি।

ভারতের বিএসএনএলর চেয়ারম্যান অনুপম শ্রিবাস্তব বলেন, ফেসবুক আমাদের সঙ্গে যৌথভাবে ১০০টি ওয়াইফাই হটস্পট তৈরি করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। মূলত পশ্চিম ও দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত গ্রামগুলোতেই আমরা এই সুবিধা দেয়ার চেষ্টা করব। ফেসবুকের সঙ্গে এই চুক্তির আওতায় এরই মধ্যে ২৫টি হটস্পট প্রস্তুতও হয়ে গেছে বলে জানান তিনি। এই প্রকল্পে তাদের সঙ্গে কারিগরি সহযোগিতা করছে কোয়াড জেন।

ফেসবুকের একজন মুখপাত্র জানান, এই মুহূর্তে আমাদের কিছু বলার নেই। আমরা বিএসএনএলর সঙ্গে তিন বছরের চুক্তি করেছি এবং পরবর্তীতে এটি আরো দুবছরের জন্য বাড়ানো হতে পারে। ফেসবুক ছাড়াও দেশটির সংসদ সদস্যরাও ওয়াইফাই তৈরির কাজে বিএসএনএলকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। ইউনিয়ন মন্ত্রী নিতিন গাদিকারি, রবি শংকর প্রসাদ, নাজমা হেপতুল্লা এবং লোকসভার স্পিকার সুমিত্র মহাজন বিএসএনএলর এই প্রকল্পে পৃষ্ঠপোষকতা করছেন।

শ্রীবাস্তব বলেন, কোয়াড জেন এবং ট্রাইম্যাক্সের সহযোগিতায় তারা আড়াই হাজার ওয়াইফাই হটস্পট তৈরি করতে পারবেন। ফেসবুক ও সংসদ সদস্যরা এগিয়ে আসায় এই কাজ আরো সহজ হয়েছে বলে মনে করেন তিনি। তবে ব্যবসায়িকভাবেই কোয়াড জেন দেশটির পশ্চিম ও দক্ষিণাঞ্চলে ২ হাজার হটস্পট স্থাপন করছে। অন্যদিকে উত্তরাঞ্চলে ৫০০ হটস্পট স্থাপন করছে ট্রাইম্যাক্স।

জেডএইচ/আরআইপি