ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৭:০৬ এএম, ০৩ নভেম্বর ২০১৫

খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সেলিমুল আজমের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা হয়েছে। খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম বাদী হয়ে সোমবার খুলনা সদর থানায় মামলাটি দায়ের করেন।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস এজাহারের বরাত দিয়ে জানান, উর্ধ্বতন সরকারি কর্মকর্তা হয়ে সেলিমুল আজম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারকে কটাক্ষ করে ফেসবুকে নানা আপত্তিকর ছবি ও স্ট্যাটাস দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ রয়েছে, জামায়াত শিবির কর্তৃক পরিচালিত বাঁশের কেল্লাসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করে ব্যঙ্গাত্মক ছবি এবং স্ট্যাটাস দেন তিনি। তিনি পুলিশ বাহিনী নিয়েও কটাক্ষ করেন। এছাড়া ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের পর সংসদ সদস্যদের ‘জারজ’ আখ্যায়িত করে ফেসবুকে বিভিন্ন পোস্ট করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।

এ ব্যাপারে জেলা খাদ্য নিয়ন্ত্রক সেলিমুল আজমের কাছে জানতে চাওয়া হলে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা দাবি করেন। তিনি বলেন, তাকে বিপদে ফেলার জন্য ফেসবুকের পাসওয়ার্ড চুরি করে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তিনি নিজেকে সরকারের উন্নয়নের অংশীদার হিসেবে দাবি করেন।

এ ব্যাপারে খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মো. সাইফুল ইসলাম বলেন, সরকারের একজন উর্ধ্বতন কর্মকর্তা হয়ে তিনি ফেসবুকে সরকার বিরোধী নানা অপপ্রচার চালিয়েছেন। যে কারণে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আলমগীর হান্নান/এসএস/পিআর