ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

হুয়াউই জি সেভেন প্লাস স্মার্টফোন এখন বাংলাদেশে

প্রকাশিত: ০৮:১৩ পিএম, ০১ নভেম্বর ২০১৫

বিশ্বের সর্বাধুনিক সুবিধা সম্বলিত স্মার্টফোন জি সেভেন প্লাস বাংলাদেশের বাজারে নিয়ে এলো হুয়াউই। রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে স্মার্টফোন জি সেভেন প্লাস বাংলাদেশের বাজারে উদ্বোধন করেছেন হুয়াউইর ডিভাইস বিজনেসের ডাইরেক্টর ইংমার ওয়াং।
"
ইংমার ওয়াং বলেন, স্মার্টফোন জি সেভেন প্লাস একটি অসাধারণ মোবাইল সেট। যাতে বিশ্বের সর্বাধুনিক সব সুবিধা নিশ্চিত করা হয়েছে। ডিভাইসটির ৩০০০ এমএএইচ ব্যাটারি দিয়ে টানা ৮ ঘণ্টা পর্যন্ত অনলাইন ভিডিও স্ট্রিমিং, ১০ ঘণ্টা কল ও ৬ ঘণ্টা ওয়েব ব্রাউজিং করা যাবে।

"
এতে রয়েছে শক্তিশালী কোয়ালকম আড্রেনো ৪০৫ সিরিজ জিপিইউ প্রসেসর। রয়েছে তিন জিবি র‌্যাম, ৩২ জিবি ইন্টারনাল ম্যামোরি যা মাইক্রো এসডি কার্ড দিয়ে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যায়।

"
ফোনটির বাজারমূল্য ধরা হয়েছে ৩৪ হাজার টাকা। পাওয়া যাবে বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কসহ দেশের সব হুয়াই ইমেজ শপে।

"
অনুষ্ঠান শেষে সাংস্কৃিতক অনুষ্ঠানে দেশবরেণ্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

"
আরএম/বিএ