ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

মার্কিন সিনেটে সাইবার নিরাপত্তা বিল পাস

প্রকাশিত: ০৭:৪৪ এএম, ২৮ অক্টোবর ২০১৫

কম্পিউটার হ্যাক ঠেকাতে মার্কিন সিনেটে সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিল পাস হয়েছে।  মঙ্গলবার সিনেটে এই বিলের পক্ষে ৭৪ ভোট পড়ে। বিপক্ষে পড়েছে মাত্র ২১ভোট। তবে সমালোচকরা বলছেন, এ বিল পাসের মাধ্যমে সরকার মানুষের ওপর নজরদারি বাড়ানোর সুযোগ পাবে।

মার্কিন প্রশাসনের সমর্থনে পাশ হওয়ার বিলটি নিয়ে তাদের মন্তব্য, সাইবার সিকিউরিটি ইনফরমেশন শেয়ারিং অ্যাক্ট সাইবার হুমকি বিষয়ে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে তথ্যের আদান প্রদানের সুযোগ উন্মুক্ত করবে।

সিনেটর রিচার্ড বার বলেন, যুগান্তকারী বিলটি বিদেশি হ্যাকারদের দৌরাত্ম থেকে মার্কিন তথ্যকে রক্ষা করবে। তিনি বলেন, মার্কিন ব্যবসায়ী ও সরকারি সংস্থাগুলো নিত্যদিনই সাইবার হামলার শিকার হচ্ছে। এ অবস্থায় আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না।

কিন্তু মাইক্রোসফট, টুইটারের মতো বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো বিলটির বিরোধিতা করছে।

এসআইএস/এমএস