ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

জিও টিভি প্লাস, এক প্ল্যাটফর্মে নেটফ্লিক্স-অ্যামাজন

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৯:০৯ এএম, ১৭ জুলাই ২০২০

জিও সেট টপ গ্রাহকদের জন্য নতুন প্ল্যাটফর্ম ‘জিও টিভি প্লাস’ নিয়ে এসেছে জিও। সম্প্রতি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ৪৩তম বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেয়া হয়েছে। সব জিও সেট টপ গ্রাহকরা এই পরিষেবা ব্যবহার করতে পারবেন।

জিও টিভি প্লাস ব্যবহার করে ১২টি প্ল্যাটফর্মের ওটিটি কনটেন্ট এক ক্লিকে দেখা যাবে। এই জন্য আলাদা করে প্রত্যেক অ্যাপে সাইন ইন করা লাগবে না।

জিও টিভি প্লাসে একটি মাত্র অ্যাপ থেকে বিভিন্ন প্ল্যাটফর্মের কনটেন্ট দেখা যাবে। একবার সাইন ইন করেই নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ডিজনি প্লাস হটস্টার, ভুট, সনি লিভ, জি ৫, লায়নসগেট প্লে, জিও সিনেমা, শিমারো, জিও সাভন, ইউটিউব, ইরোস নাও প্ল্যাটফর্মের কনটেন্ট দেখা যাবে।

jagonews24

এই সব প্ল্যাটফর্মের কনটেন্টগুলো এক ক্লিকে লগ ইন করেই উপভোগের সুবিধা দিচ্ছে জিও। গ্রাহকের সুবিধার জন্য সহজেই লগইন করার ব্যবস্থা করেছে কোম্পানিটি। আপাতত ১২টি প্ল্যাটফর্মের কনটেন্ট দেখা যাবে। যদিও অ্যানড্রয়েড টিভির জন্য একই ধরনের ফিচার নিয়ে এসেছে গুগল অ্যাসিস্ট্যান্ট।

লগইন করার সঙ্গে সঙ্গেই পছন্দের কনটেন্ট সহজেই খুঁজে পাওয়া যাবে। উপরে সিনেমা, শো, ছোটদের কনটেন্টের মতো সহজ বিভাগ রাখা হয়েছে। গ্রাহক কোন ধরনের ভিডিও দেখেছেন, তা দেখে নিয়ে একই ধরনের কনটেন্ট দেখতে সাহায্য করবে জিও টিভি প্লাস। এর সঙ্গেই জিও টিভি প্লাস ব্যবহার করে লাইভ টিভি দেখতে পারবেন গ্রাহকরা। এছাড়া থাকছে বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ ফিচার। জিও টিভি প্লাস থেকে রিয়েলিটি শো-তে নিজের পছন্দের প্রতিযোগীকে ভোট দেয়া যাবে।

এমএসএইচ/এমএস