ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

ইন্টারনেট গতি বাড়াতে গবেষণা

প্রকাশিত: ০৩:৪৫ এএম, ২০ অক্টোবর ২০১৫

বর্তমান বিশ্বে ইন্টারনেট এখন মৌলিক চাহিদাগুলোর মধ্যে একটি। ফাইবার অপটিকের মাধ্যমে ইন্টারনেটের গতি বাড়লেও প্রয়োজন আরো অধিক গতির। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের একদল গবেষক জানিয়েছেন, ফাইবার অপটিকে ডাটা টুইস্টের মাধ্যমে ইন্টারনেটের গতি বাড়ানো সম্ভব। একই সঙ্গে বিপুল তথ্য প্রেরণের এ পদ্ধতি ইন্টারনেটের গতি বাড়াবে অনেকাংশে।

নিউইয়র্কের সিটি কলেজের গবেষক জিওভানি মিলিওনে জানান, ডাটা টুইস্টের মাধ্যমে ইন্টারনেটের গতি বাড়ানো সম্ভব। তারা এক প্রান্ত থেকে ডাটা টুইস্ট করে পাঠাচ্ছেন। কিন্তু ডাটা টুইস্টের ক্ষেত্রে এতে রিটুইস্টের প্রশ্নও আসে। অর্থাৎ টুইস্ট করা ডাটা প্রেরণ করে প্রাপক প্রান্তে তাকে রিটুইটস্ট করতে হবে। এতে মূল তথ্যটি কোনো ধরনের সমস্যা ছাড়াই পাবেন গ্রাহক।

তিনি আরো বলেন, আমরা প্রমাণ করেছি যে, প্রাপকের প্রান্তে তথ্য যদি ডিজিটাল উপায়ে রিটুইস্ট করা যায়, তবে আর কোনো সমস্যা থাকবে না।

এ ব্যবস্থায় গবেষকরা রেডিও যোগাযোগ ব্যবস্থার ‘মিমো’ নামের বিশেষ কৌশল ব্যবহার করেছেন তারা। যা সেলফোন ও ওয়াই-ফাইয়ের ক্ষেত্রে নিয়মিতই ব্যবহার হচ্ছে। গবেষকরা পাঁচ কিলোমিটারের স্ট্যান্ডার্ড অপটিক্যাল ফাইবারের মাধ্যমে টুইস্ট করা ডাটা লেনদেনে সক্ষম হয়েছেন বলেও জানিয়েছেন তারা।

আরএস/পিআর