ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

আবারো ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে যাবেন জয়

প্রকাশিত: ০৪:৫১ পিএম, ১৯ অক্টোবর ২০১৫

আবারো ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আগামী বুধবার সকালে তিনি সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যাবেন।

মন্ত্রণালয়ের একটি নিভর্রযোগ্য সূত্রে এতথ্য জানা গেছে। সূত্র জানায়, এটি হবে তার দ্বিতীয় পরিদর্শন। জয় এর আগে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় পরিদর্শনে যান গত ৩০ জুলাই। বর্তমান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম দায়িত্ব গ্রহণের কিছু দিন পর ছিল ওই পরিদর্শন।

প্রথমবার পরির্দশনকালে জয় বলেছিলেন, তিনি অবৈধ ভিওআইপি বন্ধ করতে চান। একই সঙ্গে তিনি বকেয়া পাওনা আদায়ে মন্ত্রণালয়কে তৎপর হতে বলেন।

ওই দিন তিনি তরঙ্গ প্রযুক্তি ব্যবহারে নিরপেক্ষতা দেয়ার কথাও জানিয়েছিলেন।

এসএ/বিএ