ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

করোনায় কল ও ইন্টারনেট সেবার চার্জ কমানোর দাবি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:২৮ পিএম, ০৯ মে ২০২০

দেশের বেসরকারি মোবাইল অপারেটরগুলোর কল ও ইন্টারনেট সেবার চার্জ কমানোর জন্য সরকারের দফতর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী।

ঢাকা মেট্রো বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক এবিএম রফিকুল হক তালুকদার রাজা শনিবার (৯ মে) এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।

তারা বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের কারণে সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন আর্তমানবতার সেবার জন্য বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশে মোবাইল ফোন ও ইন্টারনেট সেবার কোম্পানিগুলো অন্যান্য দেশের তুলনায় কল ও ইন্টারনেটের খরচ অনেক বেশি নেয়।

‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বর্তমানে দেশে অনেক কিছু বন্ধ থাকলেও মানুষ অধিক মাত্রায় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট ব্যবহার করছে। এতে কোম্পানিগুলো অধিক মাত্রায় ব্যবসাও করছে। তাই জনস্বার্থে মোবাইল ও ইন্টারনেট সেবার কোম্পানিগুলো তাদের সেবার চার্জ কমিয়ে আনলে বিপন্ন মানুষেরা মনে করবে, তারা কোম্পানিগুলোর কাছ থেকে খাদ্য সামগ্রীই পাচ্ছে। এই অবস্থায় তারা যদি মানুষের পাশে দাঁড়ায় তাহলে মহত্বের পরিচয় ফুটে উঠবে।’

দুই আইনজীবী মোবাইল কল ও ইন্টারনেট সেবার চার্জের ৫০ শতাংশ মওকুফ, ২৫ শতাংশ কোম্পানিগুলোর ফান্ডে নেয়ার এবং বাকি ২৫ শতাংশ দিয়ে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত গরিব-দুস্থদের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণের প্রস্তাব দেন।

ইতোমধ্যে গ্রামীণফোন করোনাকালে কিছু পদক্ষেপ নেয়ায় তাদের ধন্যবাদ জানিয়ে আইনজীবীদ্বয় কোম্পানিটিকে আরও অধিক মাত্রায় মানুষের কল্যাণকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

এএফএইচ/এইচএ/জেআইএম