ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

প্রতি জেলায় আইটি ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে : জয়

প্রকাশিত: ০৬:২৭ এএম, ১৮ অক্টোবর ২০১৫

২০২১ সালের মধ্যে বাংলাদেশ আইসিটিতে আউট সোর্সিংয়ের দেশে পরিণত হবে উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশের প্রতিটি জেলায় আইটি ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে।  আমার স্বপ্ন ছিলো বাংলাদেশে হাইটেক পার্ক তৈরি করার। সেটারই আজ যাত্রা শুরু হলো।

রোববার সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অডিটরিয়ামে সফটওয়্যার টেকনোলজি পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সজীব ওয়াজেদ জয় বলেন, বিএনপি ক্ষমতায় থাকা কালে আইটেক পাওয়ার নির্মাণ তো দূরের কথা এ সম্পর্কে তাদের ধারণাই ছিল না। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এ স্বপ্ন বাস্তবায়নের পথে।

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে তিনি বলেন, শেখ রাসেলের খুনিদের বিচার করতে পেরে আমরা খুশি। তাই আজকের দিনটি দুঃখের দিন নয়, সুখের দিন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন সফটওয়্যার টেকনোলজি পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম ও তথ্য-প্রযুক্তি সচিব শ্যাম সুন্দর সিকদার প্রমুখ।

আরএম/জেডএইচ/আরএস/এমএস