ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

অ্যাডাম স্মিথ এশিয়া অ্যাওয়ার্ড জিতলো এয়ারটেল

প্রকাশিত: ১১:১৮ এএম, ১৪ অক্টোবর ২০১৫

কোষাগার বিভাগ ফার্স্ট ক্লাস রিলেশনশিপ ম্যানেজমেন্ট বিভাগে বিজয়ী হিসেবে মনোনায়ন পেয়েছে  এয়ারটেল। এই অর্জন ইকো-সিস্টেম ব্যাংকের ঋণদাতা, এনবিএফসিসমূহ এবং বহুপাক্ষিক এজেন্সিসমূহ, রেটিং এজেন্সি, ঋণ ও ইকুইটি বিনিয়োগকারী এবং বিশেষকদের সাথে অসাধারণ সম্পর্ক তৈরি করায় এয়ারটেলের স্বীকৃতি। বুধবার গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এয়ারটেল।

এয়ারটেল এশিয়া ও আফ্রিকার ২০টি দেশে কার্যক্রম বিশ্বের তৃতীয় বৃহত্তম মোবাইল অপারেটর। এয়ারটেলের গ্রুপ ট্রেজারার হরজিৎ কোহলী এ প্রসঙ্গে বলেন, পুরষ্কারটি পেয়ে আমরা খুবই আনন্দিত। এই স্বীকৃতির মাধ্যমে আমাদের অর্জনকে ফিরে দেখার সুযোগ হয়েছে এবং ভবিষ্যতের জন্য আমাদের সেবার মান আরো তুলে ধরার প্রচেষ্টাকে সম্মানিত করা হয়েছে। অ্যাডাম স্মিথ অ্যাওয়ার্ড কোষাগার ব্যবস্থাপনা সাফল্যের সেরা বৈশ্বিক স্বীকৃতি যার মাধ্যমে ইন্ডাস্ট্রির সেরাদের তুলে ধরা হয় যারা এশিয়ার কর্পোরেট ক্ষেত্রে অসাধারণ উদ্ভাবনী দক্ষতা প্রদর্শন করেন।

এই বছরের অ্যাওয়ার্ডের জন্য এশিয়া-প্রশান্ত অঞ্চলের প্রত্যেকটি মুখ্য দেশের আকার ও শিল্পক্ষেত্রভেদে দুই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, এর আগে ভারতী এয়ারটেল গ্রুপের কোষাগার বিভাগ ২০১৪ সালের ইউরো ফাইন্যান্স ট্রেজারি অ্যাওয়ার্ডে এশিয়ায় নৈপুণ্যের জন্য টপ ট্রেজারি টিম এশিয়া পুরস্কার লাভ করেন। ২০১৪ সালের অ্যাডাম স্মিথ এশিয়া অ্যাওয়ার্ডে টপ ট্রেজারি টিম এশিয়া ২০১৪ পুরস্কার লাভের পাশাপাশি একই সালে বেস্ট ফাইন্যান্সিং সলিউশন ক্যাটেগরিতেও পুরষ্কার লাভ করে এয়ারটেল।

আরএম/এসএইচএস/পিআর