কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ভিডিও কনফারেন্স সিস্টেম দিল হুয়াওয়ে
কোভিড-১৯ মোকাবিলায় মাল্টি-স্ক্রিন কলাবোরেশন, দূরবর্তী যোগাযোগ ও দক্ষ স্ক্রিনিংয়ের সহযোগিতার জন্য বাংলাদেশকে সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ভিডিও কনফারেন্স সিস্টেম দিয়েছে হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড।
গত ২৫ মার্চ হুয়াওয়ে বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝাং জেংজুন এই সিস্টেমটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের হাতে তুলে দেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান উপস্থিত ছিলেন।
হুয়াওয়ে জানিয়েছে, স্থানীয় বাংলাদেশি কর্মচারীসহ সব কর্মীর সুরক্ষার জন্য কঠোর ব্যবস্থা নিয়েছেন তারা। কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে সর্বদাই বাংলাদেশের সঙ্গে থাকবে বলেও অঙ্গীকার করে হুয়াওয়ে।
জেপি/জেডএ/পিআর