টুইটারের দ্বিতীয় সর্বোচ্চ শেয়ারের মালিক সৌদি যুবরাজ
সৌদি যুবরাজ আল-ওয়ালিদ বিন তালাল জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মালিকানার দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ শেয়ারের মালিক। টাকার অংকে এর পরিমান ১০০ কোটি টাকারও বেশি।
২০১৩ সালে অ্যাকাউন্ট খোলার পর এখন পর্যন্ত মাত্র ১৭১টি টুইট করেছেন। যদিও তার অনুসারীর সংখ্যা তিন কোটি ছাড়িয়েছে। মাইক্রোব্লগিং সাইটির সহ-প্রতিষ্ঠাতা ইভান উইলিয়ামসের পর তালালই এখন পর্যন্ত সর্বোচ্চ শেয়ারের মালিক।
জ্যাক ডরসিকে টুইটারের প্রধান নির্বাহী (সিইও) হিসেবে ঘোষণার পরদিনই এ ঘোষণা দেয়া হয়। সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুকের পরই টুইটারের অবস্থান। ২০০৬ সালের জুলাইতে জ্যাক ডরসি, ইভান উইলিয়ামস, বিজ স্টোন ও নোয়া গ্গ্নাস জনপ্রিয় এ মাধ্যম প্রতিষ্ঠা করেন। ফোর্বস ম্যাগাজিনের তালিকা অনুসারে, বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে আল-ওয়ালিদ বিন তালালের অবস্থান ৩৪তম। টুইটারের পাশাপাশি সিটি গ্রুপে বড় ধরনের বিনিয়োগ রয়েছে সৌদি রাজপরিবারের এই সদস্যের। এ ছাড়া বিশ্ববিখ্যাত সংবাদ সংস্থা সিএনএনের মূল প্রতিষ্ঠান টাইম ওয়ার্নারেও মালিকানা রয়েছে তার।
জেডএইচ/আরআইপি