ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

করোনা আক্রান্তদের শনাক্ত করছে স্মার্ট হেলমেট

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ১১:৫২ এএম, ১০ মার্চ ২০২০

চীনে মহামারির আকার ধারণ করেছে করোনা ভাইরাস। কোন মানুষের দেহে করোনা আক্রমণ করেছে কিনা তা পরীক্ষা করতে বেশ সময় লাগছে।

এই পরিস্থিতিতে নতুন পদ্ধতি নিয়ে এলো চীনের এক পুলিশ কর্মকর্তা। তাঁর দাবি, কোনও পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই এক ধরনের স্মার্ট হেলমেট বলে দিতে পারবে আপনি করোনায় আক্রান্ত কি না।

কীভাবে কাজ করবে ওই হেলমেট? পুলিশ কর্মকর্তার দাবি, ওই স্মার্ট হেলমেটে রয়েছে কোড রিড ক্যামেরা। ফলে ভিড়ের মাঝে ওই হেলমেট মাথায় দিয়ে গেলে সহজেই বোঝা যাবে কারও জ্বর এসেছে কি না। যিনি ওই হেলমেট পরে রয়েছেন তাঁর আশেপাশে কারও শরীরে করোনার উপসর্গ দেখা দিলেও তা বুঝতে পারবে ওই স্মার্ট হেলমেট। একটি অ্যালার্ম বাজার ব্যবস্থাও রয়েছে ওই হেলমেটে।

হেলমেট পরিহিত কেউ চলাচল করার সময় তাঁর আশেপাশে থাকা মানুষের শরীরে কোনও অস্বাভাবিকত্ব দেখা গেলেই বাজবে অ্যালার্ম। তাঁর থেকে পাঁচ মিটার দূরত্ব পর্যন্ত ওই হেলমেট কাজ করবে। মরণ ভাইরাসের হাত থেকে বাঁচতে তাই অনেকেই ওই হেলমেট ব্যবহারের চিন্তাভাবনা করছেন।

এরই মধ্যে ওই চীনা পুলিশ কর্মকর্তার আধিকারিকের অত্যাধুনিক হেলমেটের খবর ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। সকলেই করোনা চিহ্নিতকরণে সাহায্যকারী ওই হেলমেটের প্রশংসায় পঞ্চমুখ।

অনেকেই বলছেন, এভাবে যদি করোনা ভাইরাস চিহ্নিত করা যায়, তবে তা অত্যন্ত ভাল। আবার কেউ কেউ বিভিন্ন দেশের আর্থিক অবস্থার কথা ভেবে ওই হেলমেট ব্যবহার করা সম্ভব কি না, সেই আশঙ্কা প্রকাশও করেছেন।

এএ

আরও পড়ুন