আবারো বন্ধ হচ্ছে বাঁশের কেল্লা
জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, রাষ্ট্র ও ধর্ম নিয়ে আপত্তিকর প্রচারণা চালানোর অভিযোগে আবারও বন্ধ হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিয়ন্ত্রিত ফেসবুক পেজ বাঁশের কেল্লা। এর আগে ২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি একই অভিযোগে এই পেজটি বন্ধ করে দেয় বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপনস টিম।
বাঁশের কেল্লা ছাড়াও দাঙ্গা-হাঙ্গামা, প্রতারণা ও পর্নোগ্রাফির অভিযোগে বাংলাদেশের আরও ২৭টি ফেসবুক পেজ বন্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে এই ২৮ টি ফেসবুক পেজের তালিকা সরকারের নীতিনির্ধারণী মহলের কাছে পাঠিয়েছে গোয়েন্দা বিভাগ। এর আগে ২০১৩ সালের ২০ ফেব্র“য়ারি একই অভিযোগে ১২টি ব্লগ ও ফেসবুক পেজ বন্ধ করে দিয়েছিল টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিম বা বিডি সিএসআইআরটি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যেসব ফেসবুক পেজ বন্ধ করা যায় বলে গোয়েন্দারা তালিকা তৈরি করেছেন তার মধ্যে রয়েছে দ্বিতীয় আলো, বিদ্রোহী আলো, বখতিয়ারের ঘোড়া, ফরায়েজী আন্দোলন, ব্রেকিং আঠারো দলীয় জোট, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ভিশন ২০২১, ফ্রিডম অব স্পিস, বাংলাদেশ জামায়াত ই ইসলামী, বিডি ন্যাশনালিস্ট, ১৮ দলীয় জোট, শো নিউজ কম, লন্ডন বাংলা নিউজ, তরুণ প্রজন্ম উল্লেখযোগ্য। এই পেজগুলোর বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক বিশৃংখলা সৃষ্টির অভিযোগ রয়েছে।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে সামাজিক বিশৃংখলা সৃষ্টিতে ফেসবুক অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিছুদিন আগে পাবনা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে ফেসবুকের মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অশ্লীল কুরুচিপূর্ণ ও ব্যঙ্গাত্মক চিত্র প্রকাশকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও সংঘর্ষ সৃষ্টি হয়। এ সময় অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত ও বহু মানুষ আহত হন। সংখ্যালঘু নির্যাতনকে উসকে দিচ্ছে এসব ফেসবুক পেজ।
ফেসবুকে আস্তিক ও নাস্তিক মতবাদকে কেন্দ্র করে সব সময় উত্তেজনা বিরাজ করছে, যা যে কোনো সময় গুরুতর রূপ নিতে পারে। এই পেজগুলোর মধ্যে রয়েছে আস্তিক বনাম নাস্তিক-আয় দেখি কেমন পারিস হেঁ হেঁ, নাস্তিকেরা সব কোই গেলি? আয় তোগো সাথে কুতকুত খেলি, নাস্তিক মঞ্চ।
পর্নোগ্রাফির অন্যতম মাধ্যম আজ এই ফেসবুক। ফেসবুকে বিভিন্ন পর্নোগ্রাফিবিষয়ক পেজ খুলে তাতে অশ্লীল তথ্য ও ছবি প্রকাশ করা হচ্ছে। বিভিন্ন সম্ভ্রান্ত ঘরের ছেলেমেয়েদের হেয় করার জন্য তাদের মোবাইল ফোন নম্বর ও ছবি সংগ্রহ করে তা আপলোড করা হচ্ছে। গোয়েন্দা তালিকায় পাঁচটি পর্নোগ্রাফি ও অশ্লীল ফেসবুক পেজ স্থান পেয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এইচএসসি বা এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করতে বা গুজব ছড়াতে ব্যবহার করা হয়েছে এমন তিনটি ফেসবুক পেজের খোঁজ পেয়েছেন গোয়েন্দারা। এর আগে গত বছর ফেব্রুয়ারি মাসে ১২টি ব্লগ ও ফেসবুক পেজ বন্ধ করে দেয়া হয়। তার মধ্যে সোনার বাংলা, বাঁশের কেল্লা ও ধর্মকারী উল্লেখযোগ্য ছিল।
বিডি সিএসআইআরটির আহ্বায়ক এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তৎকালীন ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমদ জানিয়েছিলেন, সমাজ, রাজনীতি, আপত্তিকর বক্তব্য থাকায় এসব ব্লগ ও ওয়েবসাইটগুলো বন্ধের জন্য তারা বিটিআরসির কাছে সুপারিশ করেছেন। আপত্তিকর ব্লগ ও ওয়েবসাইটের ক্ষেত্রে ভবিষ্যতেও এ ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। তার ভাষ্য মতে, দেশের টেলিযোগাযোগ আইন অনুযায়ী আমরা সুপারিশ করেছি, কোন ধরনের রাজনৈতিক বিবেচনায় নয়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ২০১২ সালের ২৫ জানুয়ারি বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপনস টিম (বিডি সিএসআইআরটি) গঠন করে। কার্যত এই প্রতিষ্ঠানটি এখন অচল হয়ে পড়েছে। তবে সম্প্রতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে সাইবার নিরাপত্তায় ২৪ ঘণ্টার একটি হেল্পলাইন চালু করা হয়েছে। ০১৭৬৬৬৭৮৬৮৮ নম্বরে ফোন করে যে কেউ অনলাইনে হয়রানির অভিযোগ করতে পারবেন।