ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

সবচেয়ে বড় গাড়ি তৈরি করে গিনেস রেকর্ডের অপেক্ষা

প্রকাশিত: ১০:০৮ এএম, ০৮ অক্টোবর ২০১৫

সবচেয়ে বড় গাড়ি তৈরি করে দ্বিতীয় বারের জন্য গিনেস রেকর্ড বুকে নাম লেখাতে যাচ্ছেন ভারতের সুধাকর যাদভ নামের এক ব্যক্তি। ১৯২২ ফোর্ড টুরা মডেলের এই গাড়িটির উচ্চতা ২৬ ফুট এবং দৈর্ঘ্য ৫০ ফুট। লন্ডনের ডাবল ডেকার বাসের চেয়ে প্রায় দ্বিগুণ উঁচু এই গাড়ি। খবর বিবিসির।

এর আগে, সুধাকর যাদভ বিশ্বের সবচেয়ে উঁচু ত্রিচক্র যান তৈরি করে গিনেস বুক রেকর্ডে নিজের নাম লিখেছেন। তার তৈরি ওই গাড়িটি  হায়দারাবাদের একটি গাড়ির জাদুঘরে রাখা হয়েছে। সেই গাড়ির জাদুঘরটি নিজেই তৈরি করেছেন যাদভ। যেখানে তিনি বিচিত্র মডেলের গাড়ি প্রদর্শন করে থাকেন। সেখানেই এবার নতুন সংযোজন হতে যাচ্ছে  বিশ্বের সবচেয়ে বড় গাড়ি।

বার্তাসংস্থা এএফপিকে সুধাকর যাদভ বলেন, বিশ্বের সবচেয়ে বড় গাড়ি তৈরি করে গিনেস রেকর্ড গড়ার লক্ষ্য রয়েছে তার। এটা একটা নতুন রেকর্ড হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এসআইএস/আরআইপি