ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

ইউএস বাংলা এয়ারলাইন্সে বাংলালিংকের বিশেষ ছাড়

প্রকাশিত: ০৭:২৯ এএম, ০৭ অক্টোবর ২০১৫

বাংলালিংক প্রিয়জন গ্রাহকরা ২০ সেপ্টেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ইউএস বাংলা এয়ারলাইন্সের সকল টিকিটের মূল মূল্যের উপর পাবেন ১১ শতাংশ ছাড়। সম্প্রতি বাংলালিংকের প্রধান কার্যালয়, টাইগারস ডেনে আনুষ্ঠিকতার মধ্যে দিয়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের সঙ্গে এ চুক্তি সাক্ষর হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে বাংলালিংক।

চুক্তির আওতায় বাংলালিংক প্রিয়জন গ্রাহকরা ২০ সেপ্টেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ইউএস বাংলা এয়ারলাইন্সের সকল টিকিটের মূল মূল্যের উপর পাবেন ১১ শতাংশ ছাড়।  

এই বিশেষ ছাড় পাওয়ার জন্য বাংলালিংক গ্রাহকদেরকে একটি মেসেজ  ‘usbangla space base fare amount’ লিখে পাঠাতে হবে ২০১২-এ শর্ট কোড নম্বরে। একজন গ্রাহক এই উপায়ে একসঙ্গে ৪টির বেশি টিকিট কাটতে পারবেন না।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- বাংলালিংকের হেড অফ ম্যাস মার্কেট অ্যান্ড লয়েলটি অ্যান্ড পার্টনারশিপ, মাহবুবুল আলম; লয়েলটি অ্যান্ড পার্টনারশিপ অ্যাসিস্টেন্ট ম্যানেজার, ইয়াশের আরাফাত হোসাইন এবং ইউ এস বাংলা এয়ারলাইন্সের হেড অফ মার্কেটিং অ্যান্ড সেলস, মো. শফিকুল ইসলাম ও ম্যানেজার রিজার্ভেশন, টিএম মুশফিকুর রহমান।

এসএইচএস/আরআইপি