ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

থার্টি ফার্স্টে হোয়াটসঅ্যাপে মেসেজ আদান প্রদানের রেকর্ড

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ১২:০৮ পিএম, ০৫ জানুয়ারি ২০২০

বিশ্বব্যাপী ৩১ ডিসেম্বর, ২০১৯ এ হোয়াটসঅ্যাপে ১০০ বিলিয়নের বেশি মেসেজ আদান প্রদান করা হয়েছে। যা এই অ্যাপ্লিকেশনের জন্য এটি রেকর্ড সংখ্যা।

শুধু ভারতেই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা প্রায় ২০০০ কোটির বেশি মেসেজ পাঠিয়েছেন। বিশ্বব্যাপী নতুন বছরের শুভেচ্ছা বার্তা পাঠানোর সংখ্যার হোয়াটসঅ্যাপ ইতিহাসে এমনটা ঘটেনি বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

হোয়াটসঅ্যাপ এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বজুড়ে ১০,০০০ কোটির বেশি মেসেজ পাঠানো হয়েছে ৩১ ডিসেম্বর। মাত্র একদিনে হোয়াটস‌অ্যাপের জনপ্রিয়তা চমকে দিয়েছে অন্যান্য মেসেজিং অ্যাপকে।

গত বছরে বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপের সর্বাধিক জনপ্রিয় ফিচার ছিল টেক্সট মেসেজিং। এরপর ছিল স্ট্যাটাস এবং ছবি মেসেজ পাঠানো। সম্প্রতি কলিং এবং ভয়েস নোট সংযুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপে।

চলতি বছর হোয়াটসঅ্যাপে আরো নতুন কিছু ফিচার আসবে।

এএ