ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

দাম কমলো স্যামসাং স্মার্টফোনের

প্রকাশিত: ০৫:০৪ এএম, ০১ অক্টোবর ২০১৫

স্যামসাং মোবাইল বাংলাদেশ তাদের জনপ্রিয় দুটি স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি কোর প্রাইম এবং গ্যালাক্সি জে-১ এর নতুন মূল্য ঘোষণা করেছে। এখন থেকে এ সেট দুটি পাওয়া যাবে আগের চেয়ে দুই হাজার টাকা কম দামে।

গ্যালাক্সি কোর প্রাইম পাওয়া যাবে ১০ হাজার ৯৯০ টাকায় (পূর্ব মূল্য ১২ হাজার ৯৯০ টাকা) এবং গ্যালাক্সি জে-১ কেনা যাবে ৮ হাজার ৯৯০ টাকায় (পূর্ব মূল্য ১০ হাজার ৯৯০ টাকা)।

ফোন দুটির নতুন মূল্য সম্পর্কে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল হাসান মেহেদী বলেন, দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ক্রমবর্ধমান এবং আমরা সবার হাতে ইন্টারনেট পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় ক্রেতাদের হাতে আরো সাশ্রয়ী মূল্যে উন্নত মানের স্মার্টফোন তুলে দেয়ার জন্য নতুন এ মূল্য নির্ধারণ।

থ্রিজি উপযোগী শক্তিশালী স্মার্টফোন দুটি এরই মধ্যে স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। গ্যালাক্সি জে১-এ রয়েছে ডব্লিউভিজিএ পিএলএস প্রযুক্তিসমৃদ্ধ ৪ দশমিক ৩ ইঞ্চি ডিসপ্লে। আর কোর প্রাইমে রয়েছে ৪ দশমিক ৫ ইঞ্চি এলসিডি ডিসপ্লে। এছাড়া দুটি স্মার্টফোনেই রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

এআরএস/আরআইপি