ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

গুগলের গুরুদায়িত্বে ভারতীয়

প্রকাশিত: ০৪:৪৯ এএম, ২৭ অক্টোবর ২০১৪

মার্কিন শীর্ষ সার্চ ইঞ্জিন গুগলের অধিকাংশ পণ্য ও সেবার দায়িত্ব দেয়া হয়েছে ভারতীয় বংশোদ্ভূত সুন্দর পিচাইকে। শুক্রবার গুগলের পক্ষ থেকে এক বিবৃতিতে এ খবরের সত্যতা নিশ্চিত করা হয়। খবর রয়টার্স।

তবে গুগলের বর্তমান ইউটিউব, গুগল নেস্ট, স্ট্রিট ভিউ সেবাগুলোসহ গুগলের ভবিষ্যতের আরো বেশ কয়েকটি প্রকল্পের দায়িত্বে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ল্যারি পেজ থাকছেন।

২০০৪ সালে গুগলে যোগদান করা সুন্দর পিচাই দীর্ঘদিন ধরে গুগলের অ্যান্ড্রয়েড প্লাটফর্মের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গুগলের অপির্ত নতুন দায়িত্বগুলোর পাশাপাশি আগের দায়িত্বগুলোও যেমন- অ্যান্ড্রয়েড, ক্রোম ও অ্যাপ বিভাগও পরিচালনা করবেন পিচাই।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি বছরে গুগলের গুরুত্বপূর্ণ পদের দুজন কর্মকর্তা অন্য প্রতিষ্ঠানে যোগদান করায় গুগলের বেশ কয়েকটি বিভাগ অনেকটা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। বিভাগগুলোর যোগ্য নেতৃত্বের জন্যই একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠানে শীর্ষ দায়িত্ব পালনের অভিজ্ঞাসম্পন্ন সুন্দর পিচাইয়ের হাতে দিয়েছেন গুগলের প্রধান নির্বাহী ল্যারি পেজ।