ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

মঙ্গলের পানির অস্তিত্ব গুগল ডুডলে

প্রকাশিত: ১০:৩৫ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৫

মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা মঙ্গলগ্রহে পানির অস্তিত্ব খুঁজে পাওয়ার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার এ উপলক্ষে গুগল হোমপেজে একটি অ্যানিমেটেড ডুডল প্রদর্শন করছে।

হোমপেজে দেখা যায়, ডুডলটি গোলাকার একটি লাল রঙের মঙ্গল গ্রহের অ্যানিমেটেড চিত্র দেখাচ্ছে। একইসঙ্গে এটি একটি পানির গ্লাসে চুমুক দিচ্ছে।

এর আগে সোমবার রাতে নাসার গবেষকেরা মঙ্গলগ্রহে তরল পানির অস্তিত্ব খুঁজে পয়েছেন বলে জানান। বিজ্ঞানীরা বলেন, একটি মহাকাশযানের মাধ্যমে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে মঙ্গলগ্রহে পানির প্রবাহ রয়েছে। এ নিয়ে একটি প্রতিবেদনও প্রকাশ করেছে তারা।

নাসার ওই প্রতিবেদনে বলা হয়েছে, মহাকাশযান মার্স রিকনিসনস অরবিটার গত গ্রীষ্মকালে মঙ্গল গ্রহের পৃষ্ঠভাগে লোনা পানির সন্ধ্যান পেয়েছে।তবে এর আগেও বিভিন্ন সময় মঙ্গলে পানির অস্তিত্বের কথা বিজ্ঞানীরা জানালেও এবারই  প্রথম তারা পানির প্রবাহ পাওয়া গেছে বলে জানালেন। ফলে গ্রহটিতে প্রাণের অস্তিত্ব টিকে থাকতে পারবে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন।

সূত্র: রয়টার্স ও এএফপি।

এসআইএস/আরআইপি