প্লুটোর বুকে সাপের চামড়া!
প্রায়ই বিজ্ঞানীরা নতুন নতুন তথ্য দিচ্ছে প্লুটো সম্পর্কে। বরফ ঢাকা পাহাড়, নিস্তরঙ্গ উপত্যকা বা বহুভুজাকৃতি খাঁজসহ এরকম আরো অনেক কিছুর দেখা মিলেছে এই গ্রহটিতে।
এবার প্লুটোর মুকুটে যোগ হল নতুন পালক। প্লুটোর বুকে সাপের চামড়ার মতো খাঁজ কাটা পাহাড়ের খোঁজ পেয়েছে নাসার মহাকাশযান নিউ হরাইজন। বামন গ্রহের বুকে অবিকল ঢেউ খেলানো পাহাড়ের সারির দেখা পাওয়া গেছে বলে দাবি করেছে বিজ্ঞানীরা।
এসআইএস/পিআর