ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

ফেসবুকে বলিভিয়ার আদিবাসীদের ভাষা

প্রকাশিত: ০৩:৫৮ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৫

বলিভিয়ায় একটি ক্ষুদ্র জাতিগেষ্ঠির জন্য ফেসবুক তাদের নিজেদের ভাষায় অনুবাদ করেছে দেশটির একটি স্বেচ্ছাসেবী দল। একবছরের বেশি সময় ধরে তাদের মাতৃভাষা ‘আইমারা’তে অনুবাদ করেছে তারা। জাকি আরু গ্রুপ নামে একটি সংগঠন এই উদ্যোগটি নিয়েছে।

তারা মূলত বিভিন্ন ভাষা ইন্টারনেটে ব্যবহার করাকে উৎসাহিত করে। সংগঠনটি বলছে ১৫ থেকে ২০ জন স্বেচ্ছাসেবী ২৪ হাজারের মত স্প্যানিশ শব্দ আইমারা ভাষায় অনুবাদ করেছে।

এর আগে ফেসবুক বলেছিল, কোন ভাষা সংযুক্তির ক্ষেত্রে অন্তত ২৪ হাজার শব্দ থাকতে হবে। এদিকে এখন এই অনুবাদগুলো পর্যালোচনা করে দেখছে আমেরিকার একটি প্রতিষ্ঠান।

আইমারা ভাষায় প্রায় ২০ লক্ষ মানুষ কথা বলে। যারা বলিভিয়া, চিলি ও পেরুর বাসিন্দা। ‘আইমারা’ ভাষাটি বলিভিয়ার দ্বিতীয় ভাষা যেটাতে অধিক সংখ্যাই মানুষ বাস করে। তবে দেশটিতে আরো ৩৬টি ভাষা রয়েছে। ভাষাটি বর্তমানে ইউনেস্কোর করা ঝুঁটিযুক্ত ভাষার তালিকার মধ্যে একটি।

আরএস/এমএস