আইফোন ইলেভেন সিরিজ দেখুন ছবিতে
দীর্ঘ প্রতীক্ষার অবসান। অ্যাপলপ্রেমীদের জন্য সুখবর। আত্মপ্রকাশ করল আইফোন ইলেভেন, আইফোন ইলেভেন প্রো এবং আইফোন ইলেভেন প্রো ম্যাক্স। নতুন আইফোনকে ঘিরে প্রতিবারের মতো এবারও উন্মাদনা তুঙ্গে। বুকিং শুরু হলেও হাতে মিলবে ২০ তারিখের পর।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক জমকালো অনুষ্ঠানে প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত এই ফোন। এদিন আত্মপ্রকাশ করল তিনটি মডেল। আইফোন ইলেভেন, আইফোন ইলেভেন প্রো এবং আইফোন ইলেভেন প্রো ম্যাক্স।
আইফোন ইলেভেনের পিছনে রয়েছে ২টি ক্যামেরা। আইফোন ইলেভেন প্রো এবং প্রো ম্যাক্সের পিছনে রয়েছে ওয়াইড অ্যাঙ্গল সেন্সরযুক্ত তিনটি ক্যামেরা।
আইফোন ইলেভেন-এর দাম পড়বে ৬৯৯ মার্কিন ডলার। আইফোন ইলেভেন প্রো ৯৯৯ ডলার। আইফোন ইলেভেন প্রো ম্যাক্স-এর দাম পড়বে ১০৯৯ মার্কিন ডলার।
৬টি রঙে পাওয়া যাবে আইফোন ইলেভেন ফোনগুলি। লাল, কালো, হলুদ, সবুজ, বেগুনি ও সাদা। মেমরি ৬৪, ১২৮ ও ২৫৬ জিবি।
ফোনগুলোর সামনে ও পিছনে ব্যবহার করা কাচ ভীষণ শক্ত। ব্যবহার করা হয়েছে Apple A13 Bionic chip। সেই সঙ্গে আরও উন্নত ব্যাটারি, আরও উন্নত ক্যামেরা।
নতুন ফোনের পাশাপাশি আত্মপ্রকাশ করল নতুন ফাইভ সিরিজ অ্যাপল ওয়াচ, আইপ্যাড, অ্যাপল টিভি প্লাস সহ কিছু গেজেট।
*** আইফোন ১১ এর আপডেট পেতে চোখ রাখুন এই পাতায়।
এএ