ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

যশোরে ২ দিনব্যাপী তথ্য মেলা শুরু

প্রকাশিত: ১০:৩৩ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৫

যশোরে দুই দিনব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে শনিবার সকালে যশোর কালেক্টরেট চত্বরে মেলা উদ্বোধন শেষে এক শোভাযাত্রা বের হয়। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এতে সভাপতিত্ব করেন যশোর সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি আবু সালেহ তোতা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর। আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাবিনা ইয়াসমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার কামরুল আরিফ, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক নিত্যরঞ্জন বিশ্বাস, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সনাকের সহ সভাপতি সৈয়দা মাসুমা বেগম, প্রবীণ শিক্ষক তারাপদ দাস, যশোর পৌরসভার প্যানেল মেয়র জাহাঙ্গীর আলম শাকিল প্রমুখ।

এদিকে, আলোচনা সভা শেষে শিশু থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া দুপুরে উপস্থিত বক্তৃতা, নাটক ও কুইজ প্রতিযোগিতা হয়েছে। এ মেলায় সরকারি-বেসরকারি ৩৫টি প্রতিষ্ঠান স্টল বসিয়ে তথ্য উপাত্ত উপস্থাপন করছে।

মিলন রহমান/এমজেড/আরআইপি