ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

৯-১১ ডিসেম্বর বিপিও সামিট

প্রকাশিত: ০১:৪৯ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৫

তথ্য প্রযুক্তিতে আউটসোসিং কনসেপ্ট উন্নয়নে রাজধানীতে প্রথমবারের অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিপিও সামিট ২০১৫’। ৯-১১ ডিসেম্বর দুই দিন ব্যাপি অনুষ্ঠিত হতে যাওয়া এ  সামিটের উদ্বোধন করবেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

সম্প্রতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে ‘বিপিও সামিট’এর আয়োজন উপলক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য) এর মধ্যে সমঝোতা চুক্তি হয়। ‘বাক্যে’র সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষে অতিরিক্ত সচিব হারুনুর রশিদ চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এসময় আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার এবং বাক্য এর পক্ষে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদুর রহমান শরীফ, যুগ্ন মহাসচিব মোহাম্মদ আমিনুল হক প্রমুখ।

উল্লেখ্য, বিজনেস প্রসেস আউটসোসিং (বিপিও) কনসেপ্টটি উন্নত বিশ্বে ব্যবসায়িক যোগাযোগ ও উন্নয়নে ব্যাপক পরিচিত হলেও দেশে এর তেমন বিস্তার ঘটেনি। তাই  অর্থনৈতিক উন্নয়ন তথা ডিজিটাল বাংলাদেশ গড়তে ‘বিপিও সামিট’ বিরাট ভুমিকা পালন করবে বলে আশা করছেন আয়োজকরা।

আরএম/এএইচ/পিআর