ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

সব সিমের পুনর্নিবন্ধন লাগবে না : তারানা হালিম

প্রকাশিত: ০৪:৪২ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৫

আবারো মোবাইল সিম পুনর্নিবন্ধন নিয়ে সিদ্ধান্তের পরিবর্তন করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এ বিষয়ে বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সাংবাদিকদের বলেন, সব সিম কার্ডের পুনর্নিবন্ধন করতে হবে না।

তিনি বলেন, বৃহস্পতিবার মোবাইল অপারেটরদের প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে সিম কার্ড নিবন্ধনের বিষয়ে নতুন এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তারানা হালিম বলেন, মানুষের ভোগান্তি কমানোর জন্য সিম নিবন্ধনের আগের সিদ্ধান্তে খানিকটা পরিবর্তন আনা হয়েছে।

বৃহস্পতিবারের এ বৈঠকে বিটিআরসির ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বুধবার সব সিম কার্ডের পুনর্নিবন্ধন করতে হবে বলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে বলা হলেও বৃহস্পতিবার এই সিদ্ধান্তের পরিবর্তন করা হলো।

এসকেডি/এমএস