ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

ঢাকায় বিপিও সামিট ডিসেম্বরে

প্রকাশিত: ০৩:২৭ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৫

ঢাকায় প্রথম বিপিও সামিট  অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯ ও ১০ ডিসেম্বর ২০১৫। অনুষ্ঠানটির উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

আসন্ন বিপিও সামিট ২০১৫ আয়োজন উপলক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য) এর মধ্যে সম্প্রতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর চুক্তির অনুষ্ঠান হয়। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে স্বাক্ষর করেন বাক্যের সাধারণ সম্পাদক জনাব তৌহিদ হোসেন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর পক্ষে অতিরিক্ত সচিব জনাব হারুনুর রশিদ । এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর সচিব জনাব শ্যাম সুন্দর সিকদার এই অনুষ্ঠাটি বস্তবায়নের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সর্বাত্বক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর অতিরিক্ত সচিব জনাব সুশান্ত কুমার সাহা এবং সিনিয়র সিস্টেম এনালিস্ট মোঃ নবীর উদ্দীন ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বাক্য এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জনাব ওয়াহিদুর রহমান শরীফ, যুগ্ম মহাসচিব জনাব মোহাম্মদ আমিনুল হক, কোষাধ্যক্ষ জনাব তানভীর ইব্রাহিম, পরিচালক জনাব মাহাবুব ইলাহী চৌধুরী ও জনাব মোঃ তানজিরুল বাসার, নির্বাহী সমন্বয়কারী জনাব আব্দুর রহমান শাওন, প্রকল্প সহযোগী জনাব সেলিম সরকারসহ অনেকে।

এআরএস/এমএস