ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

গুগল ম্যাপে সঠিক রাস্তা না দেখালে যা করবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৩:০২ পিএম, ১৭ জুন ২০১৯

রাস্তায় বের হয়ে সমস্যায় পড়েছেন। মানুষকে জিজ্ঞাসা করেও বুঝতে পারছেন না আপনার গন্তব্যে পৌঁছাবেন কিভাবে। এমন সময় অনেকের সঙ্গী হয় গুগল ম্যাপ।

তবে অ্যাপ ঠিকঠাক কাজ না করার অভিযোগ অনেকের। ফোনেরই কিছু সাধারণ সেটিংস এর কারণে গুগল ম্যাপে সঠিকভাবে রাস্তা দেখায় না। এর ফলে নেভিগেশন-এ সমস্যা হয়।

বিভিন্ন কারণে ভুল লোকেশন দেখায় গুগল ম্যাপ। কম জিপিএস সিগন্যাল, কম্পাস ক্যালিব্রেট করা না থাকা ইত্যাদি কারণে সমস্যা দেখা যেতে পারে অ্যাপে।

তবে খুব সহজেই এই সমস্যার সমাধান করা সম্ভব। তবে তার আগে গুগল কিভাবে লোকেশান ট্র্যাক করে জানা প্রয়োজন। গুগল বিভিন্ন পদ্ধতিতে আপনার ফোনের লোকেশন ট্র্যাক করে থাকে।

১. জিপিএস - প্রায় ২০টি কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ফোনের জিপিএস অবস্থান ট্র্যাক করতে পারে গুগল।
২. ওয়াই ফাই - ফোন ওয়াই ফাই এর সঙ্গে যুক্ত থাকলে সেই ওয়াই ফাই এর লোকেশন থেকে ফোনের ওয়াই ফাই লোকেশন ট্র্যাক করতে পারে গুগল ম্যাপ।
৩. মোবাইল নেটওয়ার্ক - মোবাইল নেটওয়ার্ক এর অবস্থান থেকেও ফোনের অবস্থান জানতে পারে গুগল ম্যাপ।
এই সিগন্যালগুলো কম ক্ষমতাসম্পন্ন হলেই সঠিকভাবে ব্যবহারকারীর লোকেশন বুঝতে পারে না গুগল ম্যাপ।

এই সমস্যার সমাধান করবেন যেভাবে -
প্রথম পদ্ধতি: ফোনে গুগল ম্যাপ খুলুন। কম্পাস ক্যালিব্রেট হওকম্পাস ক্যালিব্রেট হওয়া পর্যন্ত ফোনটি 8 এর মতো করে ঘোরান।

দ্বিতীয় পদ্ধতি: অ্যানড্রয়েড ফোনের সেটিংস এ যান। লোকেশান অপশন সেলেক্ট করুন। লোকেশান সার্ভিসেস বন্ধ করে দিন। এবার হাই অ্যাকুরেসি অপশন সিলেক্ট করুন।

এএ

আরও পড়ুন