ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

ই-কমার্স ব্যবসায় আসছে মুকেশ আম্বানি

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০২:৫৫ পিএম, ১০ জুন ২০১৯

ধাপে ধাপে বিনিয়োগের মাধ্যমেই মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রি ভারতে ই-কমার্স ব্যবসা শুরু করতে চাইছে। ই-কমার্স সাইট অ্যামাজনকে পাল্লা দিয়ে ভারতের বিশাল অনলাইন বিপণনের বাজারে প্রবেশ করতে চাইছে রিলায়েন্স।

ভারতের বাজার বিশেষজ্ঞ কুণাল আগরওয়ালের মতে, ছোট ছোট বিনিয়োগের মাধ্য়মে কাজে দক্ষ কর্মীদের একটি দল তৈরি করতে চাইছে রিলায়েন্স।

ইনভেস্টমেন্ট ব্যাংকিং সংস্থা মর্গান স্যানলির মতে, ২০২৮ সালের মধ্যে ভারতে ই-কমার্স-এর বাজার প্রায় ৬ গুণ বৃদ্ধি পাবে। অর্থাৎ ভবিষ্যতের দিকে নজর রেখেই আগে ভাগে ভারতে ই-কমার্সের বাজারে প্রবেশ করতে চাইছে রিলায়েন্স।

রিলায়েন্স ইন্ডাস্ট্রির চিন্তাকে সমর্থন করেছেন প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীরা। গত ১২ মাসে রিলায়েন্স ইন্ডাস্ট্রির শেয়ারের মূল্য প্রায় ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

জানা গেছে, ই-কমার্সের পাশাপাশি ওয়ালমার্টকে পাল্লা দিয়ে চেইন শপেও আগ্রহী রিলায়েন্স ইন্ডাস্ট্রি। অর্থাৎ টেলিকমের সঙ্গে ভোগ্যপণ্যের বাজার দখলের দিকেও এগুতে চাইছে মুকেশ আম্বানি।

এএ

আরও পড়ুন