ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

নবজাতকের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য এবার স্মার্টফোনে

প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫

নবজাতকের স্বাস্থ্য নিয়ে বাবা-মার চিন্তার দিন এবার শেষ হতে চলেছে। তথ্যপ্রযুক্তির এই যুগে শিশুর স্বাস্থ্য নিয়ে চিন্তা একদম সেকেলে হয়ে গেছে। কারণ বিজ্ঞানের ক্রমবিকাশের যুগে নবজাতকের স্বাস্থ্যের খবরাখবর দেবে স্মার্টফোন।

নবজাতকের বৃদ্ধি এবং টিকা সংক্রান্ত তথ্যসেবা নিয়ে নতুন বাবা-মায়েদের জন্য বিশেষ একটি মোবাইল অ্যাপ ‘মাম্মি’স বুক’ অবমুক্ত করেছে ওষুধ প্রস্তুতকারী বহুজাতিক প্রতিষ্ঠান সানোফি বাংলাদেশ লিমিটেড। একই সঙ্গে মেনিনগোকক্যাল রোগ থেকে নিরাপদ রাখতে বাজারে এনেছে প্রতিষেধক টিকা ‘মিনাকট্রা’।

সোমবার রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে অনুষ্ঠিত এক সিম্পোজিয়ামে অ্যাপস ও ওষুধটি অবমুক্ত করেন জাতীয় অধ্যাপক প্রফেসর ডা. এম আর খান। এসময় বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি ওবের, বারডেম হাসপাতালের মহাপরিচালক প্রফেসর ডা. নাজমুন্নাহার, প্রফেসর ডা. মনজুর হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

মাম্মি’স বুক অ্যাপটি বিএসপিআইডি অনুমোদিত টিকা ক্যালেন্ডার অনুযায়ী শিশুকে কখন কোন টিকা দিতে হবে সে বিষয়ে আগাম বার্তা দেবে। জন্ম-তথ্য নিবন্ধনের মাধ্যমে একাধিক শিশুর ওজন, বৃদ্ধি ইত্যাদি বিষয়ে তথ্য দেবে এই অ্যাপস।

এছাড়া অল্প দিনের মধ্যেই প্রয়োজনে এই অ্যাপসের মাধ্যমেই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থাও চালু করা হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

আরএম/এসকেডি/বিএ