ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

ইন্টারনেট উৎসব : আইয়ুব বাচ্চুর সঙ্গে নাচলেন তরুণ-তরুণীরা

প্রকাশিত: ১১:৫৭ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৫

দ্বিতীয় দিনে জমে ওঠা ইন্টারনেট উৎসবকে আরো সার্থক ও সফল করতে রোববার রাত সাড়ে ৮টায় বনানীর উৎসব মাঠে ক্রিকেটার তামিম, তাকসিন এবং বিজয়কে নিয়ে হাজির হলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

সঙ্গে ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অ সফটওয়ার অ্যান্ড ইনফরম্যাশন সার্ভিসের (বেসিস) সভাপতি শামীম আহসান, গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান, বেসিসের সিনিয়র সহসভাপতি ও বাংলাদেশ ইন্টারনেট উইকের আহ্বায়ক রাসেল টি চৌধুরী।

রাজধানীর বনানী সোসাইটি মাঠে উৎসবের মূল আর্কষণ হয়ে যায় জাতীয় ক্রিকেট দলের ওই তিন সদস্যের আগমনে। এ সময় সোসাইটি মাঠ কানায় কানায় পূর্ণতা লাভ করে। ‘ইন্টারনেট উইক’ উৎসব ক্রিকেটের উৎসব বলে মন্তব্য করেছেন তামিম ইকবাল আর তাকসিন।

এনামুল হক বিজয় বললেন, ইন্টরনেট বিশ্ব ক্রিকেটকে পূর্ণতা এনে দিয়েছে। এ সময় টাইগারদের উৎসাহ জোগাতে কণ্ঠশিল্পী আইয়ুব বাচ্চু বেশ কয়েকটি গান পরিবেশন করেন। এ সময় তরুণ তরুণীদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। নাচ-গানে ইন্টারনেট উৎসব মুখরিত হয়ে ওঠে। আজ শেষ হচ্ছে ইন্টারনেট উৎসব।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), গ্রামীণফোন এবং আইসিটি বিভাগ গত শনিবার  থেকে এই উৎসবের আয়োজন করছে।

আরএম/বিএ