ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

দৈনন্দিন জীবন-যাপন আরো সহজ করবে ব্যান আইটি

প্রকাশিত: ০৪:০৪ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৫

ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের জীবন-যাপন অনেক সহজ হয়েছে। আর বাংলাদেশের মানুষের জীবন-যাপন আরো সহজ করতে কাজ করে যাচ্ছে ব্যান আইটি।

এই ব্যান আইটি তিনটি উদ্যেগের মাধ্যমে জীবন-যাত্রার মান সহজ করতে কাজ করে যাচ্ছে। ব্যান আইটির উদ্যোগ তিনটি হচ্ছে- টেক্সট পোকা, বাটি-চালান এবং পেয়ার টু পেয়ার স্কুল। টেক্সট পোকার মূল উদ্দেশ্য বাংলায় বিশ্বমানের কোর্স উপহার দেয়া।

ব্যান আইটির স্বত্ত্বাধিকারী দেওয়ান আদনান বলেন, বাংলা টেক্সট-এর মাধ্যমে এই ওয়েবসাইটে যেকোনো বিষয়কে খুব সহজ করে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের প্রধান উদ্দেশ্য বাংলাদেশের গ্রামের যে ছেলেমেয়েরা খুব অল্প গতির ইন্টারনেট ব্যবহার করে, তাদের কাছে বিশ্বমানের কোর্স পৌঁছে দেয়া।

বাটি-চালান ওয়েবসাইটের মাধ্যমে হারিয়ে যাওয়া কোনো জিনিস খুব সহজে খুঁজে পাওয়া যায়। আর পেয়ার টু পেয়ার ওয়েবসাইটে লগইন করে যেকোনো বিষয় শেখা যাবে অন্য আর একজনের কাছ থেকে।

এআরএস/একে/আরআইপি