ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

৩০০ কোটি ভুয়া অ্যাকাউন্ট ‘ডিলিট করলো’ ফেসবুক

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৩:০৫ পিএম, ২৫ মে ২০১৯

গত ছয় মাসে ৩০০ কোটিরও বেশি ভুয়া অ্যাকাউন্ট ‘ডিলিট করলো’ ফেসবুক। সাম্প্রতিক এক বিবৃতিতে ফেসবুক এ তথ্য জানিয়েছে।

ফেসবুক জানায়, ২০১৮ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের মার্চ মাস পর্যন্ত এসব ভুয়া অ্যাকাউন্ট ডিলিট করা হয়েছে। ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় এ ব্যবস্থা নেয়া হয়েছে।

ফেসবুকের ধারণা প্রতি মাসে ২৪০ কোটি সচল অ্যাকাউন্টের মধ্যে প্রায় ৫ শতাংশ বা ১২ কোটি অ্যাকাউন্টই ভুয়া। এর আগের হিসাবের তুলনায় এবারের হিসাবে ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা ১ থেকে ২ শতাংশ বেড়েছে।

২০১৮ সালের ডিসেম্বর শেষে ফেসবুকের মাসিক সক্রিয় ব্যবহারকারী ২৩০ কোটিতে পৌঁছেছে। বিশ্বব্যাপী মাসিক সক্রিয় ব্যবহারকারীর অন্তত ৫ শতাংশ ভুয়া অ্যাকাউন্টধারী। এসব অ্যাকাউন্ট ভারত, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের মতো দেশগুলোয় সবচেয়ে বেশি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এএ

আরও পড়ুন