ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

যে ভুলগুলো ফোনের চার্জ নষ্ট করছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ১১:৫৮ এএম, ০৯ মে ২০১৯

স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বাড়ছেই। সঙ্গে বাড়ছে ফোনের চার্জ নিয়ে অভিযোগ। অনেকেই অভিযোগ করেন ফোন চার্জে বসালেই গরম হয়ে যায়। আবার ফোনের দ্রুত চার্জ শেষ হয়ে যায়।

আজ আপনাকে জানাবো যে ভুলগুলোর জন্য আপনাদের ফোনের ব্যাটারির চার্জ শেষ হয়ে যায় -

সব স্মার্টফোনেই অটো ব্রাইটনেস ফিচার আছে। কিন্তু আপনার উচিত এই ফিচারটি ব্যবহার না করা। আপনি আপনার প্রয়োজন মতো ব্রাইটনেস সেট করে নিন। কারণ অটো ব্রাইটনেস ফোনের আলোর উপর নির্ভর করে। এতে ব্যাটারি বেশি শেষ হয়।

ফোনের চার্জ কখনো শেষ বা ফুল করবেন না। সব সময় ২০% থেকে ৯০% এর মধ্যে চার্জ রাখবেন। কারণ এই দুটোই আপনার ব্যাটারির ক্ষমতা দেয়।

আমরা ফোনের ব্রাউজারে বিভিন্ন ট্যাব খুলে রেখে দেই। এর ফলে ফোনের ব্যাকগ্রাউন্ডে ওই অ্যাপ্লিকেশন চলতে থাকে। এইভাবে ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। সেজন্য কোনো অ্যাপ্লিকেশনের কাজ হয়ে গেলে ট্যাবটি বন্ধ করে দিন।

দরকার না পড়লে জিপিএস, ওয়াইফাই ও ব্লুটুথ খোলা রাখবেন না। ওয়াইফাই বিভিন্ন নেটওয়ার্ক খোঁজার মাধ্যমে অধিক চার্জ খায়। এই সমস্ত কানেক্টিভিটি ব্যাটারি শেষ হওয়ার বড়ো কারণ।

ফোনের ভাইব্রেট মোড বন্ধ করে রাখুন। এটি স্বাস্থ্যের জন্যও ভালো নয়। এছাড়াও টাচ ভাইব্রেটও বন্ধ করে রাখুন।

স্ক্রিন টাইম লক কম করে রাখুন। অর্থাৎ আপনি যেমুহূর্তে ফোনটি ব্যবহার করেছেন না তখন যেন আপনার ফোন লক হয়ে যায়। আপনি ফোন ব্যবহার না করলে স্ক্র্রিন লক করে রাখুন।

ফোন অটো সিঙ্ক অ্যাকটিভ করে রাখলে সেটি অফ করুন। কারণ এর ফলে আপনার ফোনের সমস্ত ফোল্ডার ও ইমেল আপডেট করতে হবে। যা আপনার ব্যাটারিকে দ্রুত শেষ করে দেবে। এরজন্য যখন এই ফিচার প্রয়োজন তখন ব্যবহার করুন।

ইন্টারনেট ব্যবহারের ফলে স্মার্টফোনের ব্যাটারির সর্বাধিক খরচ হয়। আপনি যে মুহূর্তে ফোনে ইন্টারনেট ব্যবহার করছেন না সে সময় সেলুলার ডেটা বন্ধ করে রাখুন। এর ফলে ব্যাটারির ক্ষমতা প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পায়।

ফোনের সোশ্যাল মিডিয়া অ্যাপ যেমন- ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ইত্যাদিতে ভিডিও বা মিডিয়া অটো-প্লে এবং অটো ডাউনলোড বন্ধ রাখুন। এর ফলে ফোনের ব্যাটারি ক্ষমতা ৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে।

যখন দূরে কোথাও যাচ্ছেন, চেষ্টা করুন যতটা সম্ভব সময়ে ফোনটাকে ফ্লাইট মুডে রাখার। কারণ ভ্রমণের সময় বারবার নেটওয়ার্ক সার্চের ফলে ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ফ্লাইট মুডে ফোন রাখার কারণে স্মার্টফোন বারবার নেটওয়ার্ক অনুসন্ধান করতে পারবে না। এর ফলে প্রায় ৫% ব্যাটারির ক্ষমতা বৃদ্ধি হয়।

এএ

আরও পড়ুন