ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

একীভূত হচ্ছে টেলিনর-আজিয়াটা

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:২০ পিএম, ০৬ মে ২০১৯

গ্রামীণফোন ও রবির মূল প্রতিষ্ঠান টেলিনর ও আজিয়াটা একীভূত হতে যাচ্ছে।

নরওয়ের টেলিনর ও মালয়েশিয়ার আজিয়াটা এশিয়াতে তাদের অবকাঠামোগুলো যৌথভাবে ব্যবহার করবে বলে আলোচনা চলছে। খবর বিবিসির।

নতুন এই উদ্যোগের সম্ভাব্য নাম মার্জকো। প্রস্তাবিত এই কোম্পানির মূল কার্যালয় হবে মালয়েশিয়াতে।

চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে টেলিনর ও আজিয়াটা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্জকোর মালিকানায় বড় অংশীদার হবে টেলিনর। তাদের মালিকানার পরিমাণ হবে ৫৬.৫ শতাংশ। বাকি ৪৩.৫ শতাংশের অংশীদার হবে আজিয়াটা। এশিয়ার দেশগুলোতে এই দুটি কোম্পানির ৬০ হাজারের মতো টাওয়ার রয়েছে।

তবে দেশের দুটি প্রধান মোবাইল অপারেটরের একত্রে কাজ করার বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) অনুমোদন দেবে কি-না তা এখনো পরিষ্কার নয়।

গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা বর্তমানে ৭ কোটি ৪০ লাখ, যা দেশের মোট মোবাইল ফোন সেবাগ্রহীতার ৪৬ শতাংশের বেশি। আর রবির সেবাগ্রহীতার সংখ্যা ৪ কোটি ৭৩ লাখ, যা দেশের মোট গ্রাহক সংখ্যার প্রায় ৩০ শতাংশ।

টেলিনর বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান ও মিয়ানমারে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। অন্যদিকে আজিয়াটার ব্যবসা রয়েছে মালয়েশিয়া, কম্বোডিয়া, নেপাল, শ্রীলংকা ও ইন্দোনেশিয়াতে।

এএ

আরও পড়ুন