ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

এবার কর্মী ছাঁটাই করবে এএমডি

প্রকাশিত: ০৭:১৫ এএম, ১৮ অক্টোবর ২০১৪

আয় কমার আশঙ্কায় এবার কর্মী ছাঁটাই করবে মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি)। সম্প্রতি এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি এ থবর জানিয়েছে। -খবর রয়টার্স

প্রতিষ্ঠানটি সাম্প্রতিক এক বিবৃতিতে জানায়, চলতি প্রান্তিকে তাদের আয় প্রত্যাশার তুলনায় কমতে পারে। এ কারণেই কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে মার্কিন প্রতিষ্ঠানটি তাদের ব্যয় কমানোর ব্যবস্থা করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিবৃতিতে প্রতিষ্ঠানটি আরো জানায়, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে তাদের আয় জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের তুলনায় কমবেশি ১৩ শতাংশ হ্রাস পেতে পারে।

ধারণা করা হচ্ছে, আগামী ডিসেম্বর নাগাদ প্রতিষ্ঠানটি তাদের কর্মী ছাঁটাই কার্যক্রম সম্পন্ন করবে। এএমডির জানানো তথ্যমতে, এতে করে তাদের ব্যয় ৯০ লাখ ডলার কমবে। আর আগামী বছর এ কার্যক্রমের কারণে ব্যয় সাড়ে ৮ কোটি ডলার কমানো সম্ভব। ২০১১ সালের পর এ নিয়ে বৃহৎ পরিসরে প্রতিষ্ঠানটি তৃতীয়বারের মতো কর্মী ছাঁটাই করতে যাচ্ছে।

উল্লেখ্য, সেপ্টেম্বরের শেষ নাগাদ বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির মোট কর্মী ছিল ১০ হাজার ১৪৯ জন।